দুর্বৃত্তদের হামলার শিকার দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-এর ছাত্র আরিফ রায়হান দীপ মারা গেছেন। আজ ভোররাত সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। দুপুরে বুয়েটের রেজিস্ট্রার ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আরিফ যন্ত্রপ্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। নজরুল ইসলাম হলের ২২৪ নম্বর কক্ষে থাকতেন তিনি। গত ৯ই এপ্রিল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গত ১৭ই এপ্রিল মেজবাহউদ্দীন নামে বুয়েটেরই আরেক ছাত্রকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মেজবাহ বুয়েটের স্থাপত্য প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
↧