বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল নাফিসকে ৩০ বছরের কারাদ- দেয়া হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি আদালত এই কারাদ- দেয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেয়ার চেষ্টার দায়ে নাফিসকে গত বছর অক্টোবর মাসে গ্রেফতার করা হয়।
বিবিসি জানিয়েছে, নাফিসকে ৩০ বছরের কারাদ- দিয়ে আদালত বলেছে আমেরিকায় সাজা খাটার পর নাফিসকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশে ফেরত পাঠানোর পর নাফিস যতোদিন বেঁচে থাকবেন ততোদিন তাকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি কর্তৃপক্ষের নজরদারিতে কাটাতে হবে।
নাফিসের আইনজীবী তার বয়স বিবেচনায় নিয়ে সাজার মেয়াদ ২০ বছর করার যে আবেদন জানিয়েছিলেন আদালত তা আমলে নেয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়ার চেষ্টার দায়ে আটক করা বাংলাদেশি যুবক কাজী নাফিসকে আদালতে তোলা হয় অক্টোবর মাসে।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে ওই গুরুত্বপূর্ণ ভবনটি উড়িয়ে দেয়ার চেষ্টা করছিলেন। তবে তিনি বিস্ফোরক ভেবে যা ব্যবহার করেছিলেন তা আসলে ছিল নকল এবং এফবিআইএর ছদ্মবেশী এজেন্টরাই তার সহযোগী সেজে ওই ভুয়া বোমাটি তাকে তৈরি করে দিয়েছিলেন।
কাজী নাফিস তার অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন এ বছর ফেব্রুয়ারি মাসে।