ফাটল দেখা দেয়ায় সাভারের রাজ্জাক প্লাজা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিজিএমইএ ওই ভবনের সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। বুধবার সকালে সাভারে ধসে পড়া রানা প্লাজার পাশে অবস্থিত রাজ্জাক প্লাজায় ফাটল দেখা দেয়ায় উপজেলা প্রশাসন বন্ধ করে দেয় ভবনটি। ওই ভবনে বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে।
তবে বুয়েট প্রকৌশলীর মাধ্যমে পরীক্ষার পর তা খুলে দেয়া হবে বলে জানা গেছে।