বিবিয়ানা গ্যাস ফিল্ডের সঞ্চালন লাইন ফেটে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের অনেক স্থানে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ কারণে রাজধানীর পল্টন, প্রেসক্লাব, সেগুনবাগিচা, কারওয়ানবাজার, মোহাম্মদপুর, মিরপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁয় রান্না বন্ধ থাকায় মানুষজন দুর্ভোগে পড়েছেন। তবে রাজধানীর অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।
শনিবার রাত থেকে গ্যাস সরবরাহে এই সংকট শুরু হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ফিল্ডের সঞ্চালন লাইন ফেটে যাওয়ায় গ্যাসের চাপ কমে গেছে। এতে ঢাকাসহ সারা দেশে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।
এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৮৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হয়। এখন সেখান থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই সরবরাহ ক্রমান্বয়ে বাড়তে থাকবে।