Quantcast
Channel: বিডি নিউজ | bdnews.com »বাংলাদেশ
Viewing all articles
Browse latest Browse all 65

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা

$
0
0

গাজীপুরের মৌচাকে লিবাস টেঙটাইল লিমিটেড নামে পোশাক কারখানায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুড়ে গেছে ওই কারখানার নিচ তলার অফিস কক্ষ, গোডাউনসহ বেশকিছু কাপড় ও সুতা। পরে দুই ঘন্টার চেষ্টায় বুধবার বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

শিল্প পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানার ১২‘শ  শ্রমিককে বিজিএম’র নিয়ম অনুযায়ী ৬০ শতাংশ ঈদ বোনাস প্রদান করে কর্তৃপক্ষ। কিন্তু বোনাস দুইশত টাকা কম দেওয়া হয়েছে দাবি করে বুধবার সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর পর্যন্ত বকেয়া বোনাস ও বেতন প্রদানে কর্তৃপক্ষের কোনো ইতিবাচক আশ্বাস না পেয়ে এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে কারখানার নিচ তলায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা। খবর পেয়ে কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় পুড়ে যায় ওই কারখানার নিচ তলার অফিস কক্ষ, গোডাউনসহ বেশ কিছু কাপড় ও সুতা। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুন দেয়ার সময় কারখানার চতুর্থ তলায় ১৫ জন শ্রমিক আটকা পড়লেও তাদের সবাইকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন শ্রমিককে আটক করেছে শিল্প পুলিশ।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

Viewing all articles
Browse latest Browse all 65

Trending Articles