রানা প্লাজা কোনো দুর্ঘটনা নয়, এটা লোভ ও দুর্নীতির কারসাজি উল্লেখ করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, শ্রমিক অধিকারের বিষয়টিই বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বৃহস্পতিবার রাজধানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকারকে তাদের পোশাক শ্রমিকদের অধিকার রক্ষার্থে আইএলওর সঙ্গে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের সংসদে যে শ্রম আইন পাস হয়েছে তার মধ্যে কোনো ঘাটতি বা অসঙ্গতি থাকলেও তা শ্রমিকদের সংঘবদ্ধ হতে কাজে আসবে।
তাজরীন ফ্যাশন ও রানা প্লাজার ঘটনার মতো বিষয়গুলো বাংলাদেশের পোশাক শিল্পে মৌলিক পরিবর্তন আনবে বলে মনে করেন ড্যান ডব্লিউ মজিনা।