ক্ষমতায় আসার আগে মহাজোট জনগণের কাছে যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, সরকারের এই মেয়াদেই মানবতাবিরোধী অপরাধের বিচারের সব কটি রায় কার্যকর করা হবে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ দক্ষিণের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, যুদ্ধাপরাধ মামলার অনেকগুলো রায় হয়েছে। কোনো রায়ের পরেই বিএনপি প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। বরং তারা যুদ্ধাপরাধীদের লালন-পালন ও পৃষ্ঠপোষকতা করছে। বিচার কাজ বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, এই সরকার যতো উন্নয়ন করেছে স্বাধীনতার পর আর কোনো সরকার এতো উন্নয়ন করতে পারেনি। আমাদের ভুল এক জায়গায় আমরা বিরোধী দলের মিথ্যাচারের জবাব দিতে পারিনি। মিথ্যাচারের সমুচিত জবাব না দিতে পারলে তাদের মিথ্যাচার আরো বেড়ে যাবে। এখন থেকে আমাদের কে আক্রমনাত্মক ভাষায় বক্তব্য দিতে হবে।
সংগঠনের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, নগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ প্রমুখ।