দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার শাবান মাস পূর্ণ হয়ে বৃহস্পতিবার প্রথম রমজান। রমজানের মাসের রোজা উপলক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানানো হয়। মঙ্গলবার মাগরিবের পর বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ বৈঠক হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
বুধবার রাতে এশার নামাজের পরে মসজিদে মসজিদে মুসলমানরা তারাবির নামাজ আদায় করবেন। ভোরে ধর্মপ্রাণ মুসলমানরা সেহরি খেয়ে বৃহস্পতিবার সারাদিন রোজা রাখবেন।
এদিকে বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হচ্ছে।
ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো রোজা। এটি মুসলমানদের আত্মশুদ্ধি ও আত্মসংযম অর্জনের একটি উপায়।
এ মাসেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন নবী করীম (সা.)-এর প্রতি নাযিল হয়েছিল।