Quantcast
Channel: বিডি নিউজ | bdnews.com »বাংলাদেশ
Viewing all articles
Browse latest Browse all 65

বৃটেনে মতোই বাংলাদেশে আগামী নির্বাচন : প্রধানমন্ত্রী

$
0
0

বৃটেনে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শোখ হাসিনা। সোমবার বিকালে বৃটেনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটেন পার্লমেন্টের কয়েকজন সদস্যের সঙ্গে এক সৌজন্য স্বাক্ষাতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের সামপ্রতিক কিছু নির্বাচনের প্রসঙ্গ তুলেধরে প্রধানমন্ত্রী বলেন, সেগুলোতে বিভিন্ন দলের অংশগ্রহণ এবং এর প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের বিজয়ী হয়েছে। এতেই প্রমান করে নির্বাচিত সরকারের অধিনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যুদ্ধাপরাধীদের বিচার ও বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের হুমকির বিষয়গুলোও আলোচনায় আসে।

বৈঠকের পর ব্যারোনেস মঞ্জিলা পলাউদ্দিন উপস্থিত সাংবাদিকদের জানান, তাঁরা আশাবাদী, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে মৃত্যুদন্ডের বিধানের বিরুদ্ধে তাঁদের অবস্থান প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।

সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠানে ব্রিটিশ এমপি ব্যারনেস পলাউদ্দিন, লর্ড আহমেদ, লর্ড বিলিমরিয়া, জিম ফিটজপ্যাট্রিক, রুশনারা আলী উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ রেহানার মেয়ে টিউলিপের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন।

Share this:
Share this page via Facebook Share this page via Twitter

Viewing all articles
Browse latest Browse all 65

Trending Articles